ভাললাগা আর ভালবাসার মাঝের বিস্তর ফারাকটা দেরিতেই বুঝতে পারি। কেন জানি সহজেই রাগতে পারিনা (এখন পর্যন্ত পারিনি তবে চেষ্টায় কমতি একেবারেই নেই), বাঁচাল আবার ভীষণ রকমের চুপ করে থাকতেও পারি।অপরিণামদর্শী। সবই বুঝি আবার অবুঝ। প্রতিজ্ঞা করলে খুব কমই রাখতে পারি।
নিজের জন্