তুমি ভোরের প্রথম শিশির, আমি গোধুলীর শেষ আলো।
তুমি আঁধারে খুঁজেছো স্বপ্ন, আমি আলোকে বেসেছি ভালো।
তুমি গভীর নিনাদে মত্ত,
আমি বাতাস ধ্বনিতে বুদ।
তুমি রঙিন ছবিতে জলরং, আমি সাদাকালো অদ্ভুত!
আমি ভুলে হাহাকার, ক্ষুব্ধ,
তুমি নিরবে সয়েছো দ্বন্দ।
তুমি কভু ভুল কভু সত্য,
কভু আমি