অদ্ভুতুড়ে বাহনে ছুটছে জীবন । আঁকড়ে ধরার চেয়ে পালিয়ে বাঁচার প্রবল ইচ্ছের মুখে লাগাম দিতে ব্যর্থ মানুষ গুলো আমার মতই বায়বীয় আবেগী । নাগরিক জীবনের ব্যস্ততাকে পাশ কাটিয়ে ছুয়ে দিতে চায় ভালবাসার অতি আবেগী আকাশ । ভালবাসার আকাশটা ঠিক তোমার মতই, নাড়া দিতে মানা ।