2. C
X “ভগবান সববত্র আছেন এবং প্রছযেক
কণায় আছেন | ককন্তু কযকন একটি
মানুছের মছযে সবছেছয় অকযক
থাছকন | যাই এইজনেই
ভগবানরুপী মানুছের সসবা করাই
ভগবাছনর আসল সসবা”
3. X
“সকযে কথা বলার সময়
খুবই নম্র এবং একাগ্র হওয়া
উকেয কারণ সছযের
মাযেছম ভগবানছক অনুভব
করা সেছয পাছর”
4. X “ভগবাছনর অছনক নাম
আছে এবং যাাঁছক কবকভন্ন
মাযেছম প্রাপ্ত করা সেছয
পাছর | যু কম যাাঁছক কক
নাম ডাছকা এবং ককভাছব
যাাঁর পুছজা কছরা এটা
সকাছনা বড় কবেয় নয়,
গুরুত্বপূণব এটাই সে যু কম
যাাঁছক কনছজর কভযর কযটা
অনুভব কছরা”
7. X
“যু কম রাছত্র আকাছে অছনক যারা
সিখছয পাও ককন্তু েখন সূেব ওছে
যখন সসই যারাছির আর সিখা
োয়না | ঠিক এইভাছবই,
অজ্ঞানযার কারছণ েকি যু কম
ভগবানছক প্রাপ্ত করছয না পাছরা,
যাহছল এর মাছন এটা সমাছটই
নয় সে ভগবান সনই”
8. X
“িুকনয়া বাস্তছব সযে ও
কবশ্বাছসর একটি কমশ্রণ,
কবশ্বাস তযরী কছর এমন
কজকনসছক যোগ করুন
এবং সযেছক গ্রহণ
করুন”
10. X
“েখন হাওয়া েলছয
থাকছব যখন পাখা োলাছনা
বন্ধ কছর সিওয়া উকেয
ককন্তু েখন ঈশ্বছরর কৃ পা
িৃকি বজায় থাকছব যখন
প্রাথবনা আর যপসো কখনই
বন্ধ করা উকেয নয়”
11. X
“সেইভাছব যুছলাপুণব আয়নার
উপর সূছেবর আছলার প্রকযকবম্ব
পছরনা, ঠিক সসইভাছবই
মকলন মছন ঈশ্বছরর প্রকাছের
প্রকযকবম্বও পরা সম্ভব নয়”
12. X
“েকি যু কম পূবব কিছক
সেছয োও, যাহছল
কখনই পকিম কিছক
সেওনা”
13. X
“েযক্ষণ ইচ্ছা সযামার
মছযে সলেমাত্রও
কবিেমান আছে যযক্ষণ
যু কম ঈশ্বরছক পাছবনা,
অযছয়ব কনছজর সোট
বড় সব ইচ্ছাছক যোগ
কছর সিও”
14. X
“জল এবং সসটার মছযে
উৎপন্ন বুিবুি এক কজকনস |
একই প্রকার জীবাত্মা ও
পরমাত্মা এক কজকনস | শুযু
যাছির মছযে সকবল এটাই
পাথবকে সে, একজন পকরকময
আর অপর অনন্ত, একজন
সযন্ত্র নয় আর অপর স্বাযীন
ও সযন্ত্র িুটিই”
18. X
“কনছজর কবোরগুকলর উপর সৎ
থাছকা ও বুকিমান হও, কনছজর
কবোরবুকি অনুোয়ী কাজ কছরা,
যাহছলই যু কম কনকিয সেল
হছব | একটি সৎ ও সরল
মছনর মাযেছম প্রাথবনা কছরা,
সযামার প্রাথবনা কনিই সোনা
হছব”