আমি কে...?
আমি এখন একা,
সূর্যের মতো, চন্দ্রের মতো
আমি ভাল বন্ধু হতে পারিনি,
হতে পারিনি ভাল ভাই,
হতে পারিনি ভাল সাথী।
আমি আজ পৃথিবীর রঙ্গ মঞ্চে শুধু অভিনয় করি।
আমি এখন ভবিষ্যৎহীন ভবঘুরে,
আমি জীবন নামের জুয়া খেলায় হেরে যাওয়া একজন,
আমি আজ পৃথিবীতে বেঁচে থেকেও মৃত অতিথি।