কোন এলোচুলে পানির ফোঁটার স্পর্শ , কোন চাহনিতে লুকিয়ে থাকা কাজল ,
একশ বছর বাঁচবার স্বপ্ন , আমার ভাঙা সাইকেল আর সন্ধ্যার সাইরেন ;
তোর নীলে নীলে ছড়ানো কোন আঁজলা জমা কষ্ট , অস্ফুট কোন কোলাহল ,
তোর নদী অথবা সাঁই সাঁই হুইসেলের ট্রেন , চলেছে কুয়াশার বুকে ।
আমি , তোর পৃথিবী , অথবা